loader image

আসেন, প্রসেসর নিয়ে জানি..(২)

👉প্রসেসর ন্যানোমিটার টেকনোলজি ( nm )👈

ন্যানোমিটার প্রসেসর এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোনের ব্যাটারি ব্যাকাপ, হিটিং, স্মূথ পারফরম্যান্স অনেকটা ন্যানোমিটার এর উপর নির্ভর করে। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক-

একটি প্রসেসর এ লক্ষ লক্ষ কোটি কোটি ট্রানজিষ্টর থাকে। আর এই ন্যানোমিটার দিয়ে তাদের মাঝের দূরত্ব বোঝানো হয়। প্রসেসর এর ট্রানজিষ্টর এর মাঝে দূরত্ব যত কম হবে তাদের মধ্যে ডাটা ট্রান্সফার এর স্পিড ততই বেড়ে যাবে । এবং আপনার ফোনটি কম হিট হবে এবং ফাষ্ট কাজ করবে। একইসাথে ভালো ব্যাটারি ব্যাকআপ তো পাবেন ই ।

তাই আপনার ফোনের প্রসেসর টি যেন অবশ্যই কম ন্যানোমিটার এ হয় সেদিকে খেয়াল রাখবেন।

👉প্রসেসর এর Architecture বা গঠন👈

শুধুমাত্র একটি প্রসেসর এর ন্যানোমিটার, কোর , গিগাহার্টস এর উপরেই সম্পূর্ণ পারফরম্যান্স নির্ভর করেনা। এর সাথে প্রসেসর টির Architecture বা গঠন ও গুরুত্বপূর্ণ।

বর্তমানে ARM নাম এর একটি কম্পানি প্রসেসর এর এই কোর গুলো ডিজাইন করে। এবং সেগুলো ARM Cortex সিরিজে বের হয়। তাদের জনপ্রিয় কিছু সিরিজ নং ARM Cortex A53, ARM Cortex A57, ARM Cortex A76 . আপনার ফোনের প্রসেসর টির Cortex নং যত বেশি হবে, আপনার প্রসেসর টি ততই লেটেস্ট এবং উন্নত মানের হবে ।

(মূলকথা-) প্রসেসর টি যেন অবশ্যই Quad Core বা Octa Core হয় । Clock Speed যেন 2.0 GHZ বা এর থেকেও বেশি হয় , অবশ্যই কম ন্যানোমিটার ১২nm বা এর কম হয় ।

আশা করছি এসব বিষয় মাথায় রাখলে আপনারা সহজেই একটি ভালো প্রসেসর নির্বাচন করতে পারবেন।

( ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন )

ধন্যবাদ সবাইকে👍❤️

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories