loader image

আসেন, প্রসেসর নিয়ে জানি..

আসসালামুয়ালাইকুম👍💖

আশা করি আপনারা সবাই ভালো আছেন
আজকে আমি আপনাদের মাঝে মোবাইল ফোন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব । তা হলো মোবাইল প্রসেসর

চলুন আগে জেনে নেই প্রসেসর কি

প্রসেসর আপনার ফোনের প্রায় সকল কিছু নিয়ন্ত্রণ করে। সহজভাবে যদি বলি, এটা আমাদের ব্রেনের ন্যায় কাজ করে। মোবাইলে গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা ইত্যাদি কাজ প্রসেসর এর মাধ্যমে সম্পন্ন হয়।

মোবাইল প্রসেসর এর প্রকারভেদ

প্রসেসর সাধারণত ৪ প্রকার

১) Dual core = ২টি কোর
২) Quad Core = ৪টি কোর
৩) Hexa Core = ৬টি কোর
৪) Octa core = ৮টি কোর

এখন কথা হলো এতে পার্থক্য কি?

আগে বলে নেই কোর কি?

সহজে বলতে গেলে ১ টি কোর হলো একটি হাত । আর এই হাত দিয়েই তো কাজ করতে হয় নাকি । আচ্ছা ১টি হাত দিয়ে কাজ করতে যে সময় লাগবে ৪টি বা ৮টি হাত দিয়ে যদি সে কাজ করা হয় তাহলে নিশ্চয় তার থেকে অনেক কম সময় লাগবে । কোরের ব্যাপার টাও ঠিক তেমনি। যত বেশি কোর হবে আপনার ফোনের কাজ করতে ততই কম সময় লাগবে।

এবার আসি Clock Speed কি?

আমরা যখন মোবাইল এ কোন এপ Open করি তখন দেখবেন একটু লোড নেয় । সে সময় আমাদের ফোনের CPU তার Calculation কমপ্লেট করার পর আমাদের ফোন এপটি চালাতে সক্ষম হয়। আর এই Calculation টি আপনার ফোনের CPU যত দ্রুত করতে পারবে তত দ্রুতই এপটি অপেন হবে এবং স্মুথলি রান করবে। আর এই গতি মাপার নাম গিগাহার্টস (GHZ) ।

প্রসেসর সম্পর্কে আরও অনেক কিছু বলার বাকি আছে সেগুলো আবার আরেকদিন বলব ইনশাআল্লাহ । তবে নিজের ভাষায় কিছু ধারনা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি একটু হলেও আপনাদের বোঝাতে পেরেছি ।

ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ধন্যবাদ সবাইকে।👍💖

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories