মানব জীবনে কাউকে ভালোলাগাটা মারাত্মক ভয়ঙ্কর!!
মানুষ তার ‘পছন্দের মানুষটার’ আইডি তে ঘুরতে
পছন্দ করে বেশি।আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্ট,কমেন্ট এর রিপ্লাই ফলো করে।
কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো.
সব তার মাথায় গেঁথে যায়!
এইভাবে চলতে চলতে একদিন সে টের পায়.
‘অন্য এক্টা’ আইডির সাথে তার পছন্দর মানুষটার অনেক ‘খাতির’ জমে গেছে কমেন্টবক্সে।
.সে বুঝতে পারে এ মানুষটা বোধহয় তার পছন্দের মানুষ টার ‘বিশেষ কেউ!’তখনি সে তার পছন্দের মানুষটা আইডি তে ঘুরাঘুরি করা কমিয়ে দেয়।
না না! ভালো লাগা কমেনি…
সে এখন ওই ‘নির্দিষ্ট’ আইডি টায় ঘুরে বেশি।
ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে, কি কমেন্ট করেছে।এসব দেখে সে মন খারাপ করে
তবুও তার ‘অভ্যাস’ পাল্টায় না।
সে প্রতিদিন দুটো আইডি তেই ঘুরে আর অনুভব করে “কাউকে ভালো লেগে যাওয়াটা ভয়ংকর একটা ব্যাপার!”