loader image

বেশি কথাবলা যখন রোগ!

আমরা যে প্রতিনিয়ত এত কথা বলি, সত্যিই কি তার প্রয়োজন হয়?
ইদানিং বেশি কথা বলাও একটা বড় রোগে পরিণত হয়ে গেছে !

কেউ একটা কথার উত্তর চাইলে, তারা না চাইতেও আমরা তাদেরকে জ্ঞান, পরামর্শ দিতেই থাকি ।

যদি একটা কথা বলার জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হতো !
তাহলে আমরা একটা কথা কতই না ভেবে বলতাম !!

আমরা শুধু বলতেই ব্যাস্ত, কেউ আমাদের কথা শুনতে, বুঝতে, ভাবতে রাজি নয় । এটাই সবচেয়ে বড় সমস্যা ।

যখন আমরা কম কথা বলি, সেখানে এড করার অপশন থাকে । কিন্তু বেশি কথা বলে ফেললে সেখানে মাইনাস করার আর কোনো অপশন থাকে নাহ ।

যদি আপনি কম কথা বলেন, আপনি কোনো বিষয়ে না জানলেও মানুষ আপনাকে বোকা ভাববে নাহ,
কারন আপনি কোন কথাই বলেন নি ।

বেশি কথা বললে আমাদের ব্রেইন পাওয়ার/ স্মৃতিশক্তি ও ধীরে ধীরে কমতে থাকে ।

একজন ক্রিয়েটিভ ম্যান হতে আমাদের বেশি কথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে ।

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories