বন্ধুত্ব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । এই পৃথিবীতে যদি সবথেকে সুন্দর কোনো মধুর সম্পর্ক থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই হয়তো হতে পারেনা | বন্ধুত্ব এমন এক ধরনের সম্পর্ক, যেখানে দুটো মানুষ; সময়ের সাথে সাথে একে অপরের অতি প্রিয় হয়ে ওঠে | বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস জোগায়।
সুখ-দুঃখের গল্প থেকে শুরু করে, হাসি- ঠাট্টা এইসব কিছুই প্রিয় বন্ধুদের সাথে করতে আমাদের সবারই ভীষন লাগে | এমনকি সব আমাদের মনকে দারুন আনন্দিত করে তোলে |
তুমি আশা করি এটা মানো, একটা ভালো বন্ধু সর্বদা অন্য বন্ধুর একজন ভালো অবিভাবকও হতে পারে | যে তাকে তার জীবনের কঠিন সময়ে, সঠিক পথ দেখিয়ে তাকে সমস্যামুক্ত করতে পারে | তার কষ্ট গুলোকে ভাগাভাগি করে নিতে চায় ।
যদিও বর্তমানে এইরকম ধরনের বন্ধু পাওয়া ভীষন মুশকিল | কিন্তু যার এরকম বন্ধু আছে, সে তার গুরুত্ব জানে | আবার কিছু কিছু বন্ধু রয়েছে যারা শুধু তার প্রয়োজন হিসেবে আপনাকে ব্যাবহার করবে । আপনাকে পিছনে ফেলে দেওয়ার জন্য তারা সব করতে পারে । সত্যিকারের বন্ধু তো সেইটা , যেখানে দুজন মিলে একসাথে ভালো কিছু অর্জন করার চেষ্টা করবে ।
তোমারও যদি সত্যিকারের কোনো বিশেষ বন্ধু থেকে থাকে তাহলে আমি মনে করি তুমি ভীষন লাকি | কখনই এইরকম বন্ধুকে দুঃখ দিওনা বা অবহেলা করোনা, সর্বদা তাকে আগলে রেখো অন্তরে।