loader image

ভালো থাক প্রিয় বন্ধুগুলো!

বন্ধুত্ব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । এই পৃথিবীতে যদি সবথেকে সুন্দর কোনো মধুর সম্পর্ক থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই হয়তো হতে পারেনা | বন্ধুত্ব এমন এক ধরনের সম্পর্ক, যেখানে দুটো মানুষ; সময়ের সাথে সাথে একে অপরের অতি প্রিয় হয়ে ওঠে | বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস জোগায়।

সুখ-দুঃখের গল্প থেকে শুরু করে, হাসি- ঠাট্টা এইসব কিছুই প্রিয় বন্ধুদের সাথে করতে আমাদের সবারই ভীষন লাগে | এমনকি সব আমাদের মনকে দারুন আনন্দিত করে তোলে |

তুমি আশা করি এটা মানো, একটা ভালো বন্ধু সর্বদা অন্য বন্ধুর একজন ভালো অবিভাবকও হতে পারে | যে তাকে তার জীবনের কঠিন সময়ে, সঠিক পথ দেখিয়ে তাকে সমস্যামুক্ত করতে পারে | তার কষ্ট গুলোকে ভাগাভাগি করে নিতে চায় ।

যদিও বর্তমানে এইরকম ধরনের বন্ধু পাওয়া ভীষন মুশকিল | কিন্তু যার এরকম বন্ধু আছে, সে তার গুরুত্ব জানে | আবার কিছু কিছু বন্ধু রয়েছে যারা শুধু তার প্রয়োজন হিসেবে আপনাকে ব্যাবহার করবে । আপনাকে পিছনে ফেলে দেওয়ার জন্য তারা সব করতে পারে । সত্যিকারের বন্ধু তো সেইটা , যেখানে দুজন মিলে একসাথে ভালো কিছু অর্জন করার চেষ্টা করবে ।

তোমারও যদি সত্যিকারের কোনো বিশেষ বন্ধু থেকে থাকে তাহলে আমি মনে করি তুমি ভীষন লাকি | কখনই এইরকম বন্ধুকে দুঃখ দিওনা বা অবহেলা করোনা, সর্বদা তাকে আগলে রেখো অন্তরে।

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories