loader image

মানব পারসোনালিটি প্রকারভেদ এবং আলোচনা!

মানুষ সমাজবদ্ধ একটি জীব । আমাদের সমাজে নানা ধরনের মানুষ বসবাস করে । একেক জনের পারসোনালিটি একেক রকম । মানুষের পারসোনালিটি বা ব্যক্তিত্ত কে মূলত ৩ ভাগে ভাগ করা যায় ।।
সেগুলো হলো : Introvert , Extrovert, Ambivert

এখন এগুলো সম্পর্কে কিছু জানা যাক …

Introvert
…………..
আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ Introvert পারসোনালিটির হয়ে থাকে ! এরা অন্যান্য ব্যক্তিত্তের মানুষদের থেকে একটু আলাদা টাইপের হয়ে থাকে । এরা একা থাকতে খুব ভালোবাসে । মানুষের সাথে তেমন মিশতে পারে না , তাই তাদের বন্ধুত্বের সংখ্যা ও কম থাকে । তবে যাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে খুবই আন্তরিক হয় । এরা খুবই চিন্তাশীল ও ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে, কোন কাজ করার আগে সেটিকে কল্পনার জগতে নিয়ে গিয়ে চিন্তায় মগ্ন থাকে । এরা একটু অলস হয়ে থাকে, তবে কোন কাজ একবার মনস্থির করে নিলে তা শেষ করেই ছাড়ে ।

আপনি জানলে অবাক হবেন : আলবার্ট আইনস্টাইন, বিল গেটস এর মতো পৃথিবী বিখ্যাত লোকেরাও Introvert ব্যক্তিত্তের ছিলেন !!

Extrovert
…………..
এরা Introvert ব্যক্তিত্তের মানুষদের সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে । এরা একা থাকতে একদমই পছন্দ করেন না । এরা মানুষের সাথে সহজেই মিশতে পারে , তাই তাদের বন্ধুত্বের সংখ্যা বেশি থাকে । কোন প্রবলেম নিয়ে কথা বলতে অতটা পছন্দ করে না, এরা অপেন মাইন্ডের হয়, সবসময় হ্যাপি থাকে । এরা কোন কাজ করার পরে সেটাকে নিয়ে চিন্তা করতে পছন্দ করে । এরা নিজের থেকে অন্যদের জন্য সময় দিতে বেশি পছন্দ করে । এরা রিস্ক নিতে ভয় পায় নাহ, যেকোনো অবস্থাতে নিজেকে মানিয়ে নিতে পারে ।

Ambivert
…………..
এরা Introvert ও Extrovert এর মাঝামাঝি হয়ে থাকে । এরা নিজের জন্য যেমন সময় দেয়, তেমনি অন্যদের জন্যও সময় দিতে পারে । এরা মানুষের সাথে মিশতে পারে , তবে বোর ফিল করলে একা থাকতে পছন্দ করে । বাকী বৈশিষ্ট্য গুলো Introvert ও Extrovert এর মাঝামাঝি ধরনের ।।

কোনটি ভালো?
………………..
সবগুলোই ভালো । প্রতিটি ব্যক্তিত্তের মানুষদের মধ্যেই কিছু না কিছু ভালো গুন থাকে, যা তাদেরকে তাদের ব্যক্তিত্ত অনুযায়ী সফল করে তুলতে পারে !!

আপনি কোন ব্যক্তিত্তের ?
…………………………
নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন !

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories