loader image

মানুষকে তার অবস্থান হতে বুঝতে শিখুন!

একজন মানুষের উপর হাল‌‌ ছেড়ে দেওয়ার আগে সে মানুষ টা কোন‌ অবস্থায় আছে সেটা তাকে বুঝতে হবে‌ ।

মনে করেন একজন মানুষ মেন্টালি কোন‌ প্রবলেম এ আছে । তখন সেই মানুষ টা কিন্তু নিজেকে নিয়ে বেশি আপসেট থাকে । সে কি করবে তা বুঝে উঠতে পারে না । সবকিছু তার কাছে কেমন হতাশ মনে হয়। বাইরে থেকে সেটা বুঝা না গেলেও তার আচরণে কিন্তু সেটা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বাইরের কিছু মানুষ সেটা উপলব্ধি করতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই সেটাকে ইগনোর করে ফেলে। আবার কিছু মানুষ আছে যারা বিষয় গুলো বুঝতে পেরেও পাশে এসে দাঁড়াতে চায় না , মজা নেয় । এর কিছু কারন ও রয়েছে তার মধ্যে একটি হলো “হিংসা” , আরো অনেক কারণ থাকতে পারে। তো সেই অবস্থা হতে বের হতে তার পাশে কিছু মানুষের প্রয়োজন হয়, প্রয়োজন হয় কিছু শান্তনা, উৎসাহ ও দিকনির্দেশনা।

এখন বলতে পারেন আপনার বাবা মা কে বিষয় টা বুঝিয়ে বলেন । তো তাহলে বলি, তারাও সেই বেশিরভাগ মানুষের মতোই সেটাকে ইগনোর করে । তারা এই বিষয়গুলো কোনো ভাবেই বুঝতে পারছেনা। তারা আমার দোষ টা কেই প্রধান কারণ মনে করেন। অবশ্য আমারো কিছু দোষ রয়েছে তবে আমি যথাযথ চেষ্টা করছি সেগুলো শুধরে নিতে। কিন্তু পারছিনা সেই কারণগুলোর জন্য_________

তো এভাবে চলতে চলতে ধীরে ধীরে মানুষ টা অনেক অসহায় হয়ে পড়ে। পড়াশোনা, স্বাস্থ্য, ব্রেন ইত্যাদির উপর ইমপেক্ট পড়তে থাকে। তো এভাবেই চলতে থাকে তার জীবন আর বাইরে তাকে মুখোমুখি হতে হয় হাজারো কথা, অবস্থার সামনে । কিন্তু সেই মানুষ টার কিচ্ছু করার থাকে না, কারন‌ সে একা, সে অসহায়____।।

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories