loader image

মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আলোচনা!

আসসালামুয়ালাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন 👍💖
আজকে আমি আপনাদের সাথে মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেন্সর সম্পর্কে আলোচনা করব ।

তো চলুন প্রথমে জেনে নেই সেন্সর কি এবং এর কাজ কি?

সেন্সর আমাদের চারপাশের পরিবেশের যে পরিবর্তন তার তথ্য অপারেটিং সিস্টেম ( OS) এবং প্রসেসর কে পাঠায় যা পরবর্তীতে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লেতে সেই তথ্য দেখতে পাই ।

মোবাইল ফোনের বেশ কিছু সেন্সর রয়েছে। যার মধ্যে কিছু সেন্সর সেরকম কোনো কাজের না । তো চলুন কিছু গুরুত্বপূর্ণ সেন্সর সম্পর্কে আলোচনা করা যাক ।

Accelerometer Sensor

এই সেন্সর টি আমাদের মোবাইল ফোনের গতিবিধি বুঝতে সাহায্য করে। আপনার ফোনটি কখন ডান দিকে যাচ্ছে, কখন বামে যাচ্ছে, উপরে কিংবা নিচের দিকে যাচ্ছে এসব বুঝতে সাহায্য করে।

Gyroscope Sensor

এর পরে আসছে জাইরোস্কোপ সেন্সর। এই সেন্সর টিও প্রায় Accelerometer Sensor এর মতো কাজ করে। এর বাড়তি কাজ টুকু হলো আপনার ফোনটি কত ডিগ্ৰী এংগেলে নডাচড়া করছে এটি কাউন্ট করা । দেখবেন আমাদের ফোনটি তে Auto Rotate নামে অপশন আছে । এটি অন থাকার সময় আপনার ফোনটি যখন ঘোরানো হয় অটোমেটিক ভাবে ফোনের ডিসপ্লে সহ ঘুরে যায় । এই কাজটি করতে এই সেন্সর টিই সাহায্য করে থাকে।

Proximity Sensor

এই সেন্সর টির কাজ হলো কখন আপনার ফোনের স্কিন টি অফ করে দেয়া যায় সেটা বুঝে নেয়া । লক্ষ্য করবেন আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলার সময় ফোনটি কানের কাছে নিয়ে যায় তখন অটো স্কিনটি অফ হয়ে যায় । কাজটি এই সেন্সর এর মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে।

Ambient Light Sensor

এই সেন্সর টি মূলত আমাদের চারপাশের পরিবেশ অনুযায়ী আমাদের ফোনের ডিসপ্লের আলো নির্ধারণ করে । আমাদের ফোনটি তে Auto Brightness নামে যেই অপশন টি রয়েছে সেটা এই সেন্সর এর মাধ্যমেই হয়ে থাকে।

আশা করছি সেন্সর সম্পর্কে মোটামুটি ধারনা দিতে পেরেছি ।
আবার অন্য কোনোদিন দেখা হবে অন্য কোন‌ লিখায় ।

ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories