প্রথমে যখন তুমি কোনো বিষয়ে শেখা শুরু করবে তখন তোমার কাছে মনে হবে আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমি অনেক কিছু জানি ,,,,
কিন্তু যখন তুমি ধীরে ধীরে সে বিষয়ে আরো নতুন কিছু শিখতে থাকবে তখন তোমার কাছে মনে হবে, “আমি কিছুই পারিনা” ।।
কারন শিখার কোন শেষ নেই । জীবন পরিচালনায় প্রত্যেকটি মুহূর্তে মানুষ শিক্ষা গ্রহন করে।