আমি অনুভব করছি… আমার শরীরের হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, বুকের বাম পাশে থাকা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমার নাকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে!
আমার সঙ্গী আত্মা টা আমাকে বারবার ডেকে বলছে ” আমার আর পারছিনা জনাব, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে মুক্তি দিন! ”
আমি ডেকে বলি ” এইতো, আরেকটু সহ্য কর রেহ! একজনকে কথা দিয়েছিলাম তাঁকে ছাড়া কোথাও যাবো নাহ । তো, তার থেকে অনুমতি নিতে হবে তো!…আমি দরখাস্ত সেন্ড করেছি, তার রিপ্লে এলেই আমরা দুইজনেই চলে যাবো রে, একসাথে অনেক দূরে….আর ফিরতে হবে নাহ কখনো, ফিরতে পারবো ও নাহ কখনো!!