চুল বড় রাখলেই সে বাউন্ডা, হাতে ব্রেসলেট পড়লেই সে গাজাখুর, গলায় চেইন দিলেই সে লম্পট!
ক্যান রে ভাইই? আপনাদের এইরুপ থিংকিং এর মানেটা কি?
মানুষের স্টাইল সেন্স, সেটা যার যার পার্সনাল সাবজেক্ট । এখানে আপনি সবাইরে এক করাইতে পারেন নাহ! সবাই আপনার মতো থিংকিং করলে পুরো দুনিয়ায় ফ্যাশন জিনিস টায় থাকতো না ।
বিশেষ করে গ্রামাঞ্চলে এইধরনের ক্ষ্যাত মার্কা কালচার এর প্রচলন বেশি দেখা যায় । এখানে আপনি সামান্য হেডফোন কানে গুজে দিয়ে রাস্তায় হাঁটতে পারবেন নাহ । দেখ পোলাডার কি ভাব, গান্জাখুরের মতো হাটতেছে! ক্যান রে ভাই, আপনাদের মনে আর কিছু আসেনা? নেগিটিভিটির গুটা খাইছেন?
আরেকদিকে আপনি একা নদীর ধারে বসে নিজের সাথে সময় কাটাতে গেলে ওখানেও আপনার নিস্তার নেই । প্রেমিকার লগে কথা কও? অর সামথিং লাইক দ্যাট । মানে নেগিটিভিটির গুটা খাইলে যা হয়, আরকি ।
যাইহোক, যারা এইসব বিষয়ের স্বীকার হয়েছেন, তারা বুঝবেন এমনিতেই । আর আমার কথা বললে, আই ডোন্ট কেয়ার ইট । বাট আমার মতো অনেকেই আছে, মনের মাঝের কথাগুলো বলে দিলাম, কেমন? মিলছে?