loader image

জিনিস কিনবেন দেইখা কিনবেন, দোষ আপনার, ব্র্যান্ডের নাহ!!

মানুষের শরীরের সবচেয়ে সেনসেটিভ পার্টের অন্যতম দুইটি হচ্ছে: মুখমন্ডল এবং চুল । একটা মানুষের দিকে তাকানোর সময় আমাদের চোখ এই দুইটি জিনিসকেই সর্বপ্রথম আকর্ষন করে..
কিন্তু ইদানীং আমরা নিজের অজান্তেই এমন কিছু ভুল করে যাচ্ছি, যার কারনে আমাদের এই পার্ট গুলো লং টার্ম এর জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় থাকছে…

কিভাবে? এর উত্তর টা একদম সহজ, কিন্তু মানা কঠিন ।

আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা সবাই তেল, শ্যাম্পু ইউজ করি । আবার মুখের জন্য ফেসওয়াশ, ক্রিম ইত্যাদি অনেকেই ব্যবহার করি । কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি যেই প্রডাক্ট টি ব্যবহার করছেন সেটি উল্টো আপনার ক্ষতি করছে, মেনে নিবেন? না মানলেও আমি সত্যই বলে যাব ভাই…

এর আগে আসি, জেনারেলি মানুষ কিভাবে প্রডাক্ট সিলেক্ট করে? আপনি যদি সিম্পলী কোন একটা দোকানে এ যান, গিয়ে জিগান ভাই আমারে ভালো দেইখা একটা শ্যাম্পু অথবা ফেসওয়াশ দিন তো! সো, সিম্পলী দোকানদার তার দোকানের যেই প্রডাক্ট গুলো বেশি সেল হয়, অথবা একটু নামকরা সেগুলো আপনার সামনে পয়েন্ট করবেন, রাইট নাহ? আপনি সেখান থেকেই যেইটা আপনার খুবই পরিচিত মনে হয় অথবা এডস দেখেছেন, সেটায় নিয়ে চলে আসবেন । ব্যাস, ভালো প্রডাক্ট কিনেছি একটা !

নুপ, আপনার চিন্তাভাবনা ভুল ম্যান । আপনি দামী, মডেল দের ইউজ করা প্রডাক্ট কিনে এনেছেন ঠিকই, কিন্তু মাগার ভালো প্রডাক্ট নিয়ে আসতে পারেন নাই । ধুর মিয়া, এইটা টিভিতে এডস দেখায়, সবাই এইটায় কিনে । এইটায় ভালো, আপনি বেশি জানেন? নাহ, আমি অল্প একটু জানি ( সেটায় এনাফ ফর ইউ ) তাহলে বলি শুনুন..

মডেল রা আপনার কথা ভাবেনা, তারা টাকার কথা ভাবে ব্রো! আপনার ক্ষতি হোক বা লাভ হোক ওনাদের কিছুই যায় আসেনা, উনারা ওখানে তাদের কাজ করছেন তার বদলে উনাদের পেমেন্ট দেওয়া হবে এইজন্যই…. উনাদের সাপোর্টার আছে আমজনতা…ব্র্যান্ডগুলার টার্গেট ওইগুলারেই । সহজভাবে বললে, আপনি শাকিব খান রে সাপোর্ট করেন! এখন আপনার সেই শাকিব খান একটা প্রডাক্ট এর এডস করলে, আপনার মনে টানবে নাহ? আপনার বিশ্বাস এর স্থানে বসে যাবে না? অবশ্যই যাবে, আর এই আপনার মতই হাজার হাজার সাপোর্টার দের মিলনেই ব্র্যান্ডগুলা তাদের প্রডাক্ট গুলা মার্কেটের টপ লিষ্ট এ বসায় , পপুলারিটি কামায় ।

বাজারের পপুলারিটি তে টপ লিস্টে থাকা প্রডাক্ট গুলোতেও বিষাক্ত ক্যামিকেল মেশানো হয়, যেটা আমাদের স্কিনে ক্ষতি করেই চলছে…ধীরে ধীরে । আমাদের কি করা উচিত?

আমাদের পপুলারিটি এর থেকে ইনগ্রেডিয়েন্টস এর উপরে বেশি ফোকাস রাখতে হবে। কোন প্রডাক্ট কিনার সময় পেছনে ইনগ্রেডিয়েন্টস বা উপাদান গুলো আমাদের দেখে নেওয়া উচিত । যদি সেখানে কোনো ক্ষতিকর ক্যামিকেল থাকে, তাহলে তা এভয়েড করতে হবে । কিভাবে বুঝবেন, কোন গুলো ক্ষতিকর ক্যামিকেল? হ্যা, তার জন্য আমি পোস্ট এ একটি ইমেজ দিয়ে দিয়েছি, সেখানে বিষাক্ত উপাদানগুলোর একটি লিষ্ট পেয়ে যাবেন ।

সো, এখন থেকে নো ব্রান্ড ভ্যালু, ইট সুড ভ্যালু ফর কোয়ালিটি!

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories