ভালোবাসা আর আকর্ষন দুইটা লিটারেলি ভিন্ন জিনিস । একটা ভুলা যায়না কখনো, আরেকটা প্রতিনিয়ত পরিবর্তন হয় ।
আকর্ষন জিনিস টা নিতান্তই স্বল্প সময়ের জন্য । ঘোর কেটে গেলেই সব উধাও, ওসব কিচ্ছুনা । কিন্তু এই সময়ের সেই আবেগময় চেপ্টার এ অনেক কিছু ঘটে যায়, যা আমাদের জীবনকে সারাজীবনের জন্য কষ্টে জর্জরিত করে ।
তবে ভালোবাসা এমন টা নয়, এটি ধীরে ধীরে তৈরি হয় । ভালো লাগা হতেই ভালোবাসার উৎপত্তি । ভালোবাসা দুই হৃদয়ের বন্ধন, যা কেউ খন্ডাতে পারবেনা, ।
আমি যখন তাকে দেখেছিলাম জানিনা কি হয়েছিলো আমার…
তার হাসিই আমারে মাতাল করেছিল । তার হাসিতেই আমি জীবনের মানে খুঁজে পেয়েছি হয়তো!
প্রথম দেখাতেই সবার প্রথম সে হেসেছিল, সেটা কথা বলার ও আগে!
তোর সেই বেনী করা কেশ….ওপপসস সেটা যেন আমাকে কাছে ডেকেছিল বেনী টা খুলে দেওয়ার জন্য, মনে হয় যেয়েই আলতো পরশ বুলিয়ে দেই.. কিন্তু নাহ! ধরতে গেলেই সে পালিয়ে যায়!
জানিনা এটা ভালোবাসা কিনা, তবে তোকে ছাড়া কেমন যেন এখন চারপাশ টা শুন্য মনে হয়, তোর উপস্থিতি আমাকে অজানা এক সুখের খোঁজ দেয় । তোর হাসি, দুষ্টুমি, কথা, সব মিলে যেন এক মায়ারানি করে তুলেছে তোকে..
আমার কাছে তুই মায়াবী, চাঁদের বড় আপু, রাতের সুন্দর আকাশ তোর পদতলে, নদীর স্রোত তোর ইশারায় চলে!
তুই যে আমার মৌমাছি!!!