ভাইরে ভাই, আপনি কেমনে একটা মাইনসের জীবন নিয়া খেলতে পারেন?
আমি অনেক ছেলে-মেয়ের মাঝে এই জীবন নিয়া খেলাখেলি জিনিস টা দেখেছি । স্পেশালি, এই প্রেম ভালোবাসার চ্যাপ্টার নিয়া । আপনি একজন কে ভালোবাসেন! সে জানে, আপনি তাকে আসলেই ভালোবাসেন । কিন্তু ভাই, ভালোবাসার মুখোশের আড়ালে আপনি যে এসব করছেন, এটা কি ঠিক বলেন? আপনার উচিত তারে কেয়ার করা, তার সকল প্রবলেম কে নিজের মাঝে নিয়া সমাধান করা, তাকে ভালোবেসে শাসন বারন, একসাথে থাকা! হ্যা এসব হয়, কিন্তু সেটা আপনার বলাতেই সীমাবদ্ধ, রিয়েল মাইন্ডে আপনি সবসময় তার থেকে বেটার খুঁজে বেড়ান । তার থেকে সুন্দরী, রুপসী আপনার মন কেড়ে নেয়! সুযোগে পারলে তাকেই আবার মিথ্যে ভালোবাসার চ্যাপ্টারে এড করে ফেলেন । মজা শেষ হয়ে গেলেই ফেলে রাখেন! হয়ে যায় ধুলো জমে থাকা বইয়ের মতো ।
সিরিয়াসলি, আমার এই বিষয় টা খুবই রেয়ার । আমার মাইন্ডসেট টা এমন যে, সে আমারে ভালোবাসে! আমারে বিশ্বাস করে সে, আমারে নিয়া স্বপ্ন দেখে! সেই গুলো মিথ্যে করে দেওয়ার অধিকার আমার নেই । সে আমারে ভালোবেসেছে, এতে অন্যায় কিছু তো করেনি ! কিন্তু অন্যায় তো তার সাথে তখন হবে, যখন আমি সেটাকে মিথ্যে ভালোবাসায় জড়িয়ে, স্বপ্নের পাহাড় গড়িয়ে সেটাকে ভেঙ্গে ফেলব ।
ছেলে-মেয়ে দুজনই জড়িত এতে । উভয়েরই এই মিথ্যে ভালোবাসার চ্যাপ্টারে পা দেওয়ার আগে সাবধান হওয়া উচিত । কাউকে ভালোবাসতে না পারলে সিম্পলী তাকে বলে দিন, আই কান্ট! তবুও তারে মিথ্যে স্বপ্ন দেখাবেন না ভাই । মানুষ স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, এটাকে ভেঙ্গে চুরমার করে দেবেন নাহ, আপনার অধিকার নেই ।