মেইনলি অফলাইন লাইফে আমি কখনো এমন কোন একটা অবস্থান বা পার্সন পাইনি, যে আমাকে একটু মানসিক রিল্যাক্স দিবে । কখনোই নাহ, সেই মন খারাপ হয়ে গেছে, কাউকে আর বিষয় টা বলতেই পারিনি, কারন সেসব শোনার মতো পার্সনস আমি পায়নি কখনো ।
সেই একাকী এক নিরব জায়গায় বসে কেঁদেছি… সেই নদীর পাড়, মেঘলা আকাশ, গভীর নিশির স্নিগ্ধতা হয়েছে আমার সঙ্গি । কেউ কাঁধে একটিবার হাত রেখে একটু ভিতরের কথাগুলো জানার চেষ্টা করেনি । দূর হতে অনেকে পাগলের ন্যায় ভেবে চলে গেছে ।
আড্ডা, মাস্তি সেটিও আমার সেই ক্ষনিকের জন্য । লাইফের কোনো একটা দিন নেই, যেটা আমাকে পরিপূর্ণ মানসিক রিল্যাক্স দিয়েছে । সেই দিনশেষে ভেতরের কষ্টে ভেজা ডাইরির পাতা গুলো আমার বিষন্নতার সঙ্গি হয়েছে ।
আবার সেই ডাইরির পাতা গুলো পড়ার মানুষ না পেয়ে, সেটিতে যখন ধুলো জমে যেতে থাকে , স্ট্যাটাস রুপে প্রকাশিত হয় আমার ভার্চুয়াল ডাইরির পাতায়….