এই ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো “শব্দ” সেটা হতে পারে লেখা, উচ্চারণ করা । কিছু শব্দ একত্রিত হয়ে বাক্য তৈরি হয়, আর সেই শব্দ গুলো সঠিক হলে বাক্য রুপে মূলত একটি অস্র গঠিত হয় । যা সঠিক সময়ে, সঠিক ভাবে, সঠিক মানুষের উপর, সঠিক বিষয়ের উপর ইউজ করলে তা আপনি সহ পুরো পৃথিবী কেই বদলে দিতে পারে!!