loader image

সিগারেট খাবেন? হুদাই কেন খাবেন? আসেন কারন কইয়া দেই..!

স্মোকিং কজেজ ক্যান্সার … স্মোকিং এর প্রতিটা সিনে যেন কথাটা আঠার মতো লেগে আছে… সিন শুরু হওয়া দেরি, সিগনাল মারতে দেরি নাই *

মানুষ স্মোকিং কেন করে? এইডাই লাভ বলতে সত্যিই তো কিছুই নাই, হুদায় আরো লস নাহ?

কিন্তু অনেকের কাছে এটি একাকীত্বের বেদনার একটা মেডিসিন । স্মোকিং কেন জানি আমাদের আলাদা এক অনুভূতি দেয় । স্ট্রেস কমাতে তারা হুদায় স্টুপিডের মতো একটা টান লাগায় দেয় ,

প্রিয়জনের সেই ঠোঁটের স্পর্শ এর অনুভূতি খুঁজে পায় । আবার সেই আগুনে পুড়ে ধোঁয়া করে দেয় তার স্মৃতি গুলো… হাওয়ায় উড়তে উড়তে দূরে গিয়ে হারিয়ে যায়…

About the author

Tahsan Sumon

Tech Enthusiast, Researcher, WP Developer, Passion Singer, Writer .... Anything more? Damn, that's a random story.

Add comment

Categories