নিজেকে এত সস্তা করছেন ক্যান রে ভাই?
এইযে সারাক্ষণ তার পেছনে ঘোরাঘুরি, হুদাই একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন….. বাট নো রেসপন্স..
আপনি কি মনে করেন, তার পেছনে ঘোরাঘুরি, মেসেজিং এসব দেখে সে খুশি হয়েই ইগনোর করে?
না না, সেই মানুষটা আপনার মেসেজের জন্য বিন্দুমাত্র ওয়েট করেনা, আপনার উপস্থিতিতে তার মুখে হাসি ফুটে না….
তার ভালোলাগার মানুষ আছে, তাকে বোঝার অন্য মানুষ আছে, তাকে কেয়ার করার অন্য মানুষ আছে, সে তার সাথেই ঘোরাঘুরি করবে, সারারাত ভর চ্যাটিং করবে, ভিডিও কলে পাপ্পি দেবে…..আপনার সাথে না বুঝছেন?
যাহোক, নিচের টুকু পড়েন..
# আমাদের সম্পর্কগুলো কেন জানি হঠাৎ করেই থেমে যায়… হঠাৎ করেই প্রিয় মানুষ টির সাথে সারারাত জেগে কথা বলা, একসাথে ঘোরা, সময় কাটানো, সব যেন থমকে যায়…
কিন্তু প্রিয় মানুষ টি আমাদের সেই কারন টুকুও বলেনা, এইদিকে মনের মধ্যে নানা প্রশ্নের প্যাচে আমরা অস্থির হয়ে যাই….সে নতুন কাউকে পেয়ে গেল না তো? আমাকে সে ভুলে গেল না তো?
এই ভেবে সারাটা সময় মেসেঞ্জারে, হুয়াটস্আপ এ তার আইডি টা দেখতে থাকি, পুরনো মেসেজ গুলো পড়তে থাকি… হঠাৎ করেই তার নামের পাশে তাকায়!
নাহ, সে অনলাইনে নেই!! হতাশ হয়ে ফিরে যেতে হয় । এইতো সে বোধ হয় অনলাইনে আসছে, চেক করেই আবারো হতাশ!!
প্রিয় মানুষ টির এমন করার ক্ষেত্রে দুটি বিষয় কারন হতে পারে …
১) হয়তো আপনার কোনো কথা তার খারাপ লেগেছে…যার জন্য সে আপনাকে ইগনোর করছে..
২) তার পারসোনাল/পারিবারিক কোনো সমস্যা হতে পারে ।
হয়তো তার লাইফে এমন কিছু ঘটছে, যার কারনে আপনার সাথে কথা বলার কন্ডিশনে সে নেই….কারন সবার মনোভাব এক নয় । এমতাবস্থায় আপনার উচিত, তাকে একটু একা ছেড়ে দেয়া, তার নিজের সাথে সময় দেওয়া… তার প্রবলেম গুলো তাকে নিজে সমাধান করতে দেয়া ।
ট্রাষ্ট মি, সে যখন উপলব্দি করবে যে তার কাউকে প্রয়োজন মনের কথাগুলো শেয়ার করার জন্য, সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে ।
লেখাটিতে হালকা একটু টুইষ্ট রেখেছি… যাইহোক
# প্রিয় মানুষ টির প্রতি বিশ্বাস রাখুন….. যানেন তো বিশ্বাস বন্ধন দৃঢ় করে ।।