হঠাৎ এসেছিলাম তোমার দোয়ারে…
এক ম্মিতিময় সন্ধ্যা রাতের অন্ধকারে
লজ্জায় কাছে আসোনি তুমি…তবুও,
শুনেছি তোমার সেই হাসি নিরন্তরে…!
উহু, মনে লেগেছিল একটু টান…
পেয়ে তোমার সেই সুঘ্রাণ
এ টান যেন বাড়তেছিল বারবার,
টুকে নিলাম তোমার মোবাইল নাম্বার…!
রাতে পারলাম না ঘুমোতে, হয়ে গেলো সকাল…
ফ্রেশ হয়ে তোমার সেই হাসির শব্দ, আসিল কানে আবার
প্রথমবারের মতো তাকালাম, তোমার হাসির মায়ায়
হঠাৎ কই যেন হারিয়ে গেলাম, খোঁজ নাহি পায়…!
তোমার মায়ায় পরিয়া গেলাম ফান্দে,
মনের গভীরে তোমায় রেখে দিলাম আটকে…!
চলে আসিবার সময়, খুঁজতে ছিলাম তোমায়…
কোথায় যেন হারায় গেলে, আর নাহি পায়
মেসেজের কথায় লিখিয়া আসলাম বিদায়,
আশায় ছিলাম কখন পায়, তোমার রিপ্লাই…!
চলে আসিলাম বাড়িতে, কেটে গেলো বেলা…
হঠাৎ অজানা ভঙ্গিমায়, দেখি তোমার মেসেজের সুরেলা!
রিপ্লাই দিলাম আমি, চিনিয়ে দেওয়ার ইশারায়…
ওমা… তুমি যে চিনে নিয়েছো, করে দিয়ে অবাকময়…!
শুরু হলো টুকটাক কথা, না জানিয়ে মনের ব্যথা…
এভাবে চলিল কিছুদিন, আর কতো অপেক্ষা!
মনে একটু সাহস সঞ্চার করে, বলে দিলাম তোমায় ভালোবাসি..
তুমি একটু গুটিয়ে নিয়ে নিজেকে, চুপ করিয়া রইলা সুহাসিনী…!
তো, চলিতে থাকলো এভাবে.. আশা নিয়ে নিরবে…
হঠাৎ তোমার চোখে দেখতে পেলাম ভাষা
নিয়ে একটু সাহস, নিয়ে একটু ভয়..
শুরু হয়ে গেল দু’জনার ভালোবাসা…!
প্রতিটা দিন শুরু হতো, তোমায় নিয়ে..
প্রতিটি দিনের ইতি ঘটতো, তোমায় নিয়ে
আহা কত আশা, কত ভালোবাসা…
থাকবো একসাথে, ছিল দুজনার বাসনা…!
হঠাৎ একদিন ঘনিয়ে এলো সেই দিন…
যা ভেঙ্গে চুরমার করে দিল সকল আশা
নিয়ে আসলো জীবনে সর্বনাশা…
ঠিক হয়ে গিয়েছে, তোমার বিয়া
ভালো থাকা, সুখে থাকা, সব গেলো মরিয়া…
তোমায় ছেড়ে থাকব আমি কি করিয়া..!!!
তবুও মানিয়া বাস্তবতা, রেখে কষ্টের খাতা…
মানিয়া নিলাম নিজের ব্যর্থতা!
রাখিতে পারিলাম না তোমায়, আমার এই ছায়ায়…
ক্ষমা করে দিও আমায়,
আমি বেঁচে রবো তোমার ভালোবাসায়…!
লেখকের ইতিকথা :
এটা শুধু কবিতা নয় রে… আমাদের ঘিরে সাদা-কালো স্মিতিগুলো এটাতে ফুটিয়ে তুলা হয়েছে রে । এই জীবনে আর কখনো এইরুপ কবিতা লেখা হবেনা…লিখতে চাই ও না রে । তুই স্পেশাল একজন হয়ে থাকবি আমার কাছে আজীবন “মৌমাছি” !!