গানটির কথা – তাহসান সুমন
উৎসর্গ – মৌমাছি
তুমি ছাড়া, কেন জীবন!
তুমি ছাড়া, কেন মরণ!
কখনো যে তুমি, ভুলোনা…
তুমি যে আমার ই বেঁচে থাকা
যেখানেই যাও তুমি, মনে রেখো…
তুমি যে আমার ই সুখে থাকা…!
ওওও…..এ জীবন, নেই কোনো দাম!
যা কেটে যায়, তোরই বিরহে……
জড়িয়ে নিয়ে নাও আজ, আমাকে…
বিলিয়ে দিয়ে দাও আজ, তোমাকে…
মিশিয়ে নিয়ে নাও আজ, আমাকে…..প্রিয়তমা!!!
ওওও…..অভিমানে, তোর আড়ালে…
নিরবে পড়ে, চোঁখের পানি
তুই কভু দূরে হলে…
লাগে যে বড়ই একাকী!
অপেক্ষা তেই বসে থাকা…
সেই পথে আজ একা একা…!
কখনো যে তুমি, ভুলোনা…
তুমি যে আমার ই বেঁচে থাকা
যেখানেই যাও তুমি, মনে রেখো…
তুমি যে আমার ই সুখে থাকা…!
যেখানেই রও, যেভাবেই রও…
পাবি আমাকে তোরই পাশে
একাকী রাত, কেঁদে কেঁদে…
তোর স্মিতি গুলো চোঁখে ভাসে!
সুখের ছায়ার সেই স্মিতি গুলো…
আজ এই দুঃখের কারন হলো…!
কখনো যে তুমি, ভুলোনা…
তুমি যে আমার ই বেঁচে থাকা
যেখানেই যাও তুমি, মনে রেখো..
তুমি যে আমার ই সুখে থাকা…!
জড়িয়ে নিয়ে নাও আজ আমাকে…
বিলিয়ে দিয়ে দাও আজ তোমাকে…
মিশিয়ে নিয়ে নাও আজ আমাকে…..প্রিয়তমা!!!
লেখকের ইতিকথা :
আমি গান লিখিনি, আমি আমার মনের কথাগুলোর সূর করেছি । এই সূরের মূলকথা একমাত্র তুই ই রে “মৌমাছি” ।
ভালোবাসি তোকে রে মৌমাছি…!!! ভালো থাকিস রেহ । ভালোবেসেছি, বেসেই যাবো রেহ সবসময় । তোর অধিকার টাহ আর কাউকে দিতে পারবো নাহ রেহ!!