গানটির কথা – তাহসান সুমন উৎসর্গ – মৌমাছি তুমি ছাড়া, কেন জীবন! তুমি ছাড়া, কেন মরণ! কখনো যে তুমি, ভুলোনা… তুমি যে আমার ই বেঁচে থাকা যেখানেই যাও তুমি, মনে রেখো… তুমি যে আমার ই সুখে থাকা…! ওওও…..এ জীবন, নেই কোনো দাম! যা কেটে যায়, তোরই বিরহে…… জড়িয়ে নিয়ে নাও আজ, আমাকে… বিলিয়ে দিয়ে দাও আজ, তোমাকে… মিশিয়ে নিয়ে নাও আজ, আমাকে…...